সব যদি দুঃখ তোমার;
কিছু সুখ না থাকে যদি,
একটু হাসি ধরতে পার; ওদের হাসি দেখে।
মনের হাসি উঠুক ভেসে;
তাদের ভালো বেসে,
নিজ দুঃখ রাখো লুকিয়ে; মুখে হাসি রেখে।
ওদের খুশী তোমার খুশী;
আনন্দ তে থেকো,
এসেছিলে কান্না নিয়ে; একলা এ ধরা।
যখন যাবে, যাবে না কেউ;
না কিছু বা সঙ্গে যাবে,
রুপ রসে বিশ্ব ভরা , এ যে চির অধরা!