অ:ক: একা

এসেছি একাই           যেতে হবে মোরে একা;
সুখ দুঃখের মাঝে       হল সব দেখা।
মোর একাকীত্ব           থাকে নাহি ভাই কিছু,
সব ছেড়ে যাব চলে     দেখব না পিছু।


অ:ক: একা
৪-ছত্র/১৪-বর্ণ