এই তো বেশ ভালো আছি;
(সবাই জানে)দুধে ভাতে আছি বাঁচি।

লোক দেখানো মুখে হাসি;
আছে ভালো বাসা-বাসি।

বুকের ব্যথা রাখি ঢাকি;
গোপনে জল লুকিয়ে আঁখি।

এইতো বেশ ভালো আছি!
কষ্ট নিয়ে আছি বাঁচি।

মনের কোণে আঘাত যখন;
বুক টনটন যখন তখন।

মাঝে মাঝেই লুকিয়ে রাখি;
কষ্ট নিয়ে ভালোই থাকি।

সবই বুঝি, কিছুটা জানি;
সংসারে টানাটানি।

তবু তো বেশ ভালো আছি,
বেঁচে বর্তে আছি বাঁচি।

অনেক কথা মনে চাপি;
অভিনয়ে সুখের ঝাঁপি।

ভালোই আছি, ভালো আছি;


মাঝে মাঝেই এক ফোঁটা সুখ,
হেভ্ভি সুখী,নেই কোনো দুখ।

হাজার ফোঁটা লোককে বলি;
হেলেদুলে রাস্তা চলি।

এই তো বেশ-----