পুড়ছে শহর কাঁদছে মানুষ;
ভিজছে আঁচল দুধ ভরা।
জল টান টান শুধুই ধোঁয়া,
আকাশ ছোঁয়া লোভ করা।
যুদ্ধ দিয়ে দেশ দখল-
মরুক মানুষ সেই দেশে!
ন্যাংটো ন্যাটো নামেই নাচে;
সামনে যাবে কোন বশে?
এগিয়ে চলুক হাজার সেনা;
দখল আরও দখল চায়।
ধুঁকছে মানুষ হাহাকারে,
চলছে হা-মারা নেতার লড়াই।
ঠাণ্ডা মাথা ঠাণ্ডা ঘর!
সেনা সবে উঁচিয়ে ধর;
দাও ভেঙ্গে দাও যা কিছু সব,
মানবে না'ক আপণ পর।
মারছি দেখ লড়ছি তাই,
নোকরি খানা বাঁচাতে চাই।
উঁচিয়ে আছি হো-কামান;
নলের মুখে সব সমান।
পুড়ছে সেনা অন্তরে;
চলছে মন ও মন্থরে!
পিছন পানে অনেক চোখ;
চালাও গুলি, ধ্বংস হোক।
ট-এ টক্কর যুদ্ধ চায়-
ভাবার মতো কিচ্ছু নাই।
ঝাঁঝরা হলে ও বুকের বল;
সেনারা সব এগিয়ে চল।