বিয়ে বাড়ি।
বলে বড়ো, চোখাচোখি; বাড়াবাড়ি!

কার ও খোঁজে!
দুটি চোখ, যেথা সেথা মন গোঁজে!

অবশেষে।
ঠিক তাক, স্থির চোখ নির্বাক!

যেথা সেথা।
হয় দেখা সরাসরি, আড়াআড়ি!

মাঝে মাঝে।
দেহ ছুট, মন লুট!

কিছুপরে তারপর।
তাড়াতাড়ি,দূর কমে আশা জমে!

আর ও পরে।
চোখাচোখি, গায়ে গায়ে ঠেকাঠেকি!

বুক বাড়ে।
সরাসরি,বলে ফেলি আমি তার ই!

বুক বাজে ধুকপুক; বড় জোর;
বলে সে দুষ্টু টা; মন চোর।