দুঃখ স্মৃতি (কবিতা)
স্মৃতি তুমি বেদনার! স্মৃতি তুমি যাতনার!
ভুল করা যত স্মৃতি আপনার।
দুঃখের স্মৃতি সব সব চাই শুধু ভুলতে;
যত ভুলি বাঁ-চে তারা, বাঁচে তারা স্মৃতিতে।
স্মৃতি কাঁদে অন্তরে মন্থরে--অবসরে--!
যন্ত্র নাই পুড়ে চলি, ধীর লয়ে অন্তরে।
স্মৃতি আসে ফিরে ফিরে স্মৃতি শুধু বাঁধে মোরে!
অতীতের সব স্মৃতি ভিড় করে স্মৃতি তে।
মুক্তি না মেলে তার, ঘটে যাওয়া সব কথা অতীতে।