কি লাভ হল আকাশ পাতাল ভেবে?
কি লাভ হল এত্ত কিছু চেয়ে!
কি লাভ হল অনেক কিছু পেয়ে!
লাভের হিসেব পড়ল থাকি খালি।
বয়স এখন নিজে নিজেই ভাবে-
যাবার দিনে যেতেই যখন হবে!
প্রেমের ডালি শূন্য হল আজ;
ভরেই ছিল ; তবুও হল খালি-
ছেড়েই যাবে ফুল বাগানের মালি।
লাভ আছে যে ফুল ফুটিয়ে গাছে;
এ গাছ ও যাবে ঝরেই জানি কাল!
দেখেছি আমি ফুলের গাছের ডাল।
স্বল্প জীবন চাওয়া পাওয়াই হয়।
ভুল কিছু নেই হিসেব নিকেষ করে;
থাকুক খুশি সারা জীবন ধরে।
সব কিছু তো শিখিয়ে দিলে তুমি!
যাবার সময় গেলেও কেমন চলে?
ছাড়তে পার ও ভীষণ অব হেলে।
একটু খানি জায়গা রেখো সেথা;
যেখানে আছ আপন মনে তুমি,
সময় হলেই মিলবো আবার আমি।
সেইখানেতেও গড়ব ছোট্ট নীড়;
দুঃখ সুখে থাকব দুজনাই!
পরপারে ও যেন তোমাকে পাই।