ডুগ্ ডুগিটা কাঁদে বাঁদর ছানা সাজে,
ডুগ্ ডুগিটা ভাবে যাবে এখন কাজে।
ডুগ্ ডুগিটা বাজে বের হল ঘর থেকে,
ডুগ্ ডুগিটা বাজে মালিক চলে হেঁকে।
ডুগ্ ডুগিটা বাজে গলায় গানের সুর;
ডুগ্ ডুগিটা বাজে বাঁদর আজ যাবে কতদূর?
ডুগ্ ডুগিটা বাজে দাঁড়াই পথের মাঝে,
ডুগ্ ডুগিটা বাজে লাগবে এবার কাজে।
ডুগ্ ডুগিটা বাজে লোকের ভিড়ে সারি,
ডুগ্ ডুগিটা বাজে বাঁদর দেখায় বাহাদূরী।
ডুগ্ ডুগিটা বাজে ভিড়টা এখন ফিকে,
ডুগ্ ডুগিটা বাজে বাঁদর, দেখে গামছা টিকে।
ডুগ্ ডুগিটা বাজে খুচরো পয়সা দুটো,
ডুগ্ ডুগিটা বাজে বুকের ভিতর ফুটো।
ডুগ্ ডুগিটা বাজে মালিক চলে হেঁকে,
ডুগ্ ডুগিটা বাজে পথে'র পথে থেকে।
ডুগ্ ডুগিটা বাজে সন্ধ্যা নেমে আসে;
ডুগ্ ডুগিটা বাজে বাঁদর বাড়ি আসে।
ডুগ্ ডুগিটা থামে মালিক চাকর ঘামে-
ডুগ্ ডুগিটা থামে চিন্তার ভাঁজ জমে।
ডুগ্ ডুগিটা থামে চাল নেই আজ ঘরে!
ডুগ্ ডুগিটা থামে গেলাম কত দূরে।
ডুগ্ ডুগিটা থামে মালিক শুয়ে পড়ে,
ডুগ্ ডুগিটা থামে বাঁদর কেঁদে মরে।
ডুগ্ ডুগিটা থামে বাঁদর ডুগ্ ডুগিটা দেখে;
ডুগ্ ডুগিটা থামে প্রভুর চুলের গন্ধ শোঁকে।
ডুগ্ ডুগিটা থামে মালিক উঠে পড়ে,
ডুগ্ ডুগিটা থামে বাঁদর যে কি করে!
ডুগ্ ডুগিটা থামে মালিক এক গ্লাস জল খায়;
ডুগ্ ডুগিটা থামে বাঁদরটাকে ও দেয়।
ডুগ্ ডুগিটা থামে মালিক শুয়ে পড়ে;
ডুগ্ ডুগিটা থামে বাঁদর ঘুমের ঘোরে।
ডুগ্ ডুগিটা থামে রাত ঘনিয়ে আসে;
ডুগ্ ডুগিটা থামে বাঁদর ও শোয় পাশে।
ডুগ্ ডুগিটা বা--জে ডুগ্ ডুগিটা থা--মে।
ভৃত্য প্রভু দুজনাই চাওয়া চাওয়ি করে;
আজ যাবে কোন্ পথে? কোন্ গ্রামের ধারে?
ডুগ্ ডুগিটা বাজে হৃৎপিণ্ড ও বাজে
ডুগ্ ডুগিটা থামে হৃদয় থামে না যে?