যখন দেখি----
জানলা দিয়ে পাশের বাড়ি
পোড়া মন পাত লো আড়ি
ভুলের মাঝে ভুল করে
উঠলো সিঁদুর মাথার পরে।
ঠিক তখনি--- --- ---।
আলোর ছটা আকাশ ঘিরে
মিলিয়ে গেল বুকটা চিরে,
মিলিয়ে গেল এক নিমেষে
একটা তারা পড়ল খসে
পথের দিশায় পথ হারাল
আমার আমি হারিয়ে গেল
ডাকল পেঁচা অন্ধকারে
বুকের মাঝে তীক্ষ্ণ স্বরে
থাকল শুধু বিভীষিকা,
হলাম আমি শুধুই একা।
কানে এলো উলুধ্বনি
বর এসেছে শঙ্খধ্বনি
শরীর হল মুচড়ে সারা
পথ আমার বিপথ হল ; হলাম আমি দিশেহারা।