দ্যাখো ---
আকাশ কেমন একা
জ্বলছে বুকে তারা
তোমায় সুখী করা
তোমায় ভালো রাখা
তোমার সুখে আকাশ
তোমাতে পাগল পারা!

দুঃখ ভারে ঝরে;
ঝরে অশ্রুধারা!

দ্যাখো ---
আকাশ কেমন সাজে
রং এর মিলন ধারা
সব তোমার তরে রাখা
তোমার হৃদয় ছুঁতে চাওয়া
তবু কেন তোমার মনে
দুঃখ চেপে থাকা!

দ্যাখো---
তোমার জন্যে আকাশ
চাঁদের আলো ছড়ায়
তোমার হৃদয় ছুঁতে
সে যে দিশেহারা
তোমায় করতে সুখী
ছুটছে কত হেসে
তোমায় ভালো বেসে!

দিনে ঝরায় আগুন ধারা;
জ্বলে জ্বলেই সারা!

তবু তোমায় ভালোবাসে
তার তরে
তুমি একটু হেসে
ভুলো সকল জ্বালা
চোখ মেললে পারবে ছুঁতে
মনের যত আশা
যত ভালো বাসা
তোমার মনে ফোটাতে হাসি
দ্যাখো----
একলা থেকে ও
সবার জন্যে কত খুশী
বুকে আগল করা।