স্রষ্টা যেদিন সৃষ্টি করেছিলেন আমাকে
সেদিন বলেছিলেন,' নিজের মতো বাঁ চো
আমি নিঃশব্দ ছিলাম।
স্রষ্টা হেসেছিলেন আপন মনে।
অজান্তে কিম্বা স্ব-ইচ্ছায় পালন করিনি যথার্থ।
একটু একটু করে ;
ক্ষয় ,
অবক্ষয় ,
মনের মণিকোঠা কেবলমাত্র বিষাদ!
নিজের মতো মানেই বুঝতে পারিনি।
যখন বুঝলাম - - -
বুঝলাম অনেক হয়েছে দেরি।