কই গো?
সাজগোজ হোলো কি;
বেরুবে কখন?
সাজে, খোলে সখী মোর;
আবরণ, আভরণ।
কোন সাজে ভাবে শুধু অপলক;
আমি শুধু থাকি চেয়ে অনুখন!
সব সাজ মন মাঝ-
ভালো লাগা হিল্লোল;
ভালো বাসা, দেয় দোল।
প্রেম সুর ঝঙ্কার-
আহা বাহা সব সাজ বলে মন।
বেশ ভালো বেশ ভালো;
কার তরে সাজে সখী, কোন জন!
উঁকি দেয় মন মাঝ; সংশয়!
না জানা হয় ভয়,
কার তরে এত সাজ!
হারাবার ভয় হয়,
কিছু যেন জেগে রয়; জে-গে রয়।
টান মারে বিশ্বাস;
অকারণ এ হৃদয় চিঁড় খায়।
তারপর অবশেষ-
ঝলকায় রাস্তায় রুপ বেশ,
পড়ে ঝরে; পড়ে চোখ।
মন ধরে, চোখ পড়ে;
চমকায়! ইশারায় কথা কয়।
সব চোখ গিলে খায়;
কি জানি, কি কথা, কেন হয়!
টানা চোখ, টানে মন;
পড়শীর অকারন।
হিংসায় জ্বলি আমি। জ্বলে মন!
শুধু সে; সে আমার।
দেখবে না কেউ আর!
সখী মোর বোঝে নাকো;
বলে যেন দ্যাখো দ্যা-খো।