ছুঁইয়ে দিলাম তোমার ভালে;
ঠোঁটের পরশ আলতো করে।
কামরাঙা মেঘ উঠলো জমে,
ভিড় করেছে গালের পরে।

বললে হেসে হঠাৎ তুমি;
ঠাণ্ডা হিমেল রক্ত ও যে আগুন ঝরায়!
স্পর্শে তোমার, ঘুম শরীরে-
হৃদ মাঝারে।

আমি তখন মুচকি হাসি;
মন হয়ে যায় বা-ন-ভা-সি দেশ!
সেই ছোওয়াটা ছুঁতে আবার,
ভীষণ ইচ্ছে জড়ায় আবেশ।
                                                              

এদিক ওদিক চোখের তারা লজ্জা খোঁজে তখন  
                                                                 তোমার;
লজ্জা এসে টুসকি মারে তোমার গালে।
কি আর করি তখন আমি? তাকিয়ে দেখি ,
ছোঁওয়া খুঁজি সেই সে ভালে ।
                                               

হঠাৎ দেখি কালবোশেখী;
ঝাপটে পড়ে তোমার মুখে!
অভিমানী গলার সুরে, বললে তুমি-
যখন তখন ভাল্লাগে না দেখেছে কেউ আড়াল থেকে

সেদিন থেকেই বুঝতে পারি;
আমি তোমার, তুমি আছো আমার তরে।
আমাকে চাও ঘোর নিরালায়,
রাখবে আমায় বাহুর ডোরে।