চোদ্দ
মৃত্যুর পর পঞ্চভুতে বিলীন হবে দেহটি,
জল হাওয়া অগ্নি আকাশ আর আছে মাটি।
অতৃপ্ত আত্মা যাতে রোষানলে না পড়ে,
চোদ্দ শাক খাও তাই; মান ও অন্তরে।
মা কালীর পূজোর ঠিক আগের রাতি,
ভুত চতুর্দশী কর পালন ; জ্বালাও চোদ্দ বাতি।
ওল নটে সরিষা হেলেঞ্চা;
পলতা বেথুয়া ভাঁট গুলঞ্চা,
নিম জয়ন্তী সজনে শুষনী;
কালকাসুন্দ আর গুলফা চোদ্দ জানি।
চোদ্দ শাক খাও, জ্বালাও চোদ্দ বাতি;
চোদ্দ পুরুষ শান্ত থাকুক, কর মা-র আরতি।