সুখ দুখ সর্ব দাই ছায়া থাকে সাথে;
স্বাচ্ছন্দ্যের দিনে সবে হাত রাখে হাতে।
সংকট আসে যবে সবে দূরে যায়,
ছায়া খানি সর্ব দাই বিশ্বাস বাড়ায়।


অ:ক:(ছায়া খানি
৪-ছত্র/১৪-বর্ণ