চরম শিক্ষা
একটা চড়াই একটা শালিক বাড়ির উঠোনেতে;
খাচ্ছিল সব খুঁটে।
একটা করে আরও জুট লো দেখি এসে;
খাচ্ছিল সব হেসে।
একটা করেই আরও অনেক কটাই জোটে;
খাচ্ছিল সব বেঁটে।
প্রথম চড়াই প্রথম শা লিখ আসলো আমার কাছে;
একটু সময় দেবে? দুটো কথা বলার আছে।
বললাম ভে-বে বল। কি আর বলবে?
পুঁচকে পাখির ছানা
হয়তো চাইবে কাল ও দানা।
অবাক হলাম আমি চাই লো না তো কিছু, বলল মানুষেরা কি এমন একসাথে খেতে পারে?
বুঝে ওঠার আগেই ফুড়ুৎ করে গেল উড়ে
তা কালো না পিছু।