অ:ক:(ক্যামেরা)


ধরে রাখে সুখ দুখ শত স্মৃতি যত;
যে দুখ ভুলতে চাই মনে পড়ে তত।
সুখ স্মৃতি কভু যদি বা ভুলতে পারি,
মারন ক্যামেরা মন রাখে শক্ত ধরি।









অ:ক:ক্যামেরা
৪-ছত্র/১৪-বর্ণ