হাত রাখলাম,মন রাখলাম
বললে তুমি বন্ধু হলে।
মুক্তো হীনা শুক্তি তুমি
দিব্যি আছ চাঁদের কোলে।
শিউলি বোঁটার রঙীন রং এ
মাতল আকাশ তোমার প্রেমে।
আকাশ জানে বৃষ্টি বিনে রামধনু রং
অনুরাগ ও থাকবে থেমে।
বন্ধু খোঁজার নতুন দিশা
থমকে আছে সব হতাশা।
এখন আছি বন্ধু বিনে
ভালো আছি বন্ধু হীনে।