বন্ধু
হাত বাড়ালেই বন্ধু পাবে;
বন্ধু তোমার সবাই হবে,
কোন বন্ধু রাখবে ধরে;
মনের মাঝে যতন করে?
ভেবে চিন্তে হাতটি ধর;
আসতে পারে বিপদ বড়।
সময়েতে বন্ধু পাবে;
অসময়ে সব হারাবে,
এমন সাথীর হাতটি ধর;
এমন সাথীর হাতটি ছাড়।
সংসারে তে বন্ধু যারা;
হারায় নাকো কভু তারা।
বাইরে যারা-
হারায় তারা।
আপন যারা-
থাকবে তারা।
ভেবে চিন্তে হাতটি ছাড়;
ভেবে চিন্তে হাতটি ধর।