হায় হাইরে
মন ধাই রে
তারে চাই রে
দূরে থাকছে
কাছে ডাকছে
ঝড় উঠেছে
ঝড় উঠছে
নাড়া দিচ্ছে
আশা জাগছে
আশা কাঁদছে
মন চঞ্চল, হারানোর ভয় নাড়া দিচ্ছে।

প্রাণ চাই রে
কোথা পাইরে
তারে বাসতে
কবে বলবো
ভালো বাসবো
ভালো বাসবে
আশা জাগবে
মন গাইবে
বুকে হাসবে
মন ভরবে
ভয় লাগছে, বলি কি করে; বুক কাঁপছে।