মোরগ ঝুঁটির লালচে আভায়;
ভর করে আজ বিহান এলো।
লালিম গালে, শিউলি বোঁটার
রং লাগিয়ে ঠোটেঁর আগায়
সেই মেয়েটা পা রাখলো।
প্রেমের স্রোতে বইবে ধারা,
ভাবতে ভাবতেই হল সারা।
রাতের আগেই চোখ রগড়ে
জেনেই গেল সেই মেয়েটা
ভালোবাসা গেছে মারা!
সাধের স্বামী চাইনি এটা,
বাড়ির মতে আনলো তারে।
অন্য কোথাও প্রেম যে আছে,
প্রেম কিছু নেই তার তরে আর
প্রেম গিয়েছে শুকিয়ে মরে।