ছেলে গেছে চলে বুক খালি করে মার,
কি অভিসম্পাত; অসার সংসার!
তবু মেনে নিতে হয় অভিশাপ বিধাতার।
অষ্টম আশ্চর্য পৃথিবীর সবচেয়ে বড়,
কোন্ আগলে মা ধরে আছে দৃঢ়।
বুকেতে পাথর বাঁধি!
কার পাপে হে বিধাতা এত অপরাধ?
মার মন ক্ষ নে ক্ষ নে ভরে ওঠে; বিতৃষ্ণার স্বাদ,
ক্ষ নিক জীবনের সুখ,শান্তি, শুধু; ভরা অবসাদ।
এ পৃথিবী নিজের ভিতর যেন ঘুরপাক খায়,
মন থেকে থেকে শুধু নিজে চমকায়!
মন ক্ষ নে ক্ষ নে ওঠে কাঁদি।
জনম দেওয়া মা সন্তানহারা আজি,
বিধাতার বুকে কেন না বেদনা বাজি,
দায় ভার বিধাতার, তবু কি হয়না রাজী?
সব দুখ জননীর।
দায় নেই কেন বিধাতার!
অথবা হয়তো বা কাঁদে, মার চোখে বারবার।