মিথ্যে ফাঁকি দিচ্ছে উঁকি;
ফাঁক দিয়ে সে ডাকছে রে ভাই।
ফাঁক দিয়ে ঐ সাত খানা রং,
প্রলোভনের গন্ধ ছড়ায়।
কাম ক্রোধ লোভ লাল এর আভা;
আগুন ঝরায়, ডাকছে সদাই।
নীল আকাশী সবুজ শোভা,
ভুলিয়ে রাখে আসল কি তাই!
কমলা ঠোঁট আর বেগুনী বাহার;
রং এর চোটে ধামা চাপা।
হলুদ পাখি মিথ্যে আমার,
আল্লা হরি যীশু ফাঁকা?
ধরলি কারে ছাড়লি কারে;
বুঝলি না মন ওরে শিশু।
শেষের দিনে থাকবে না কেউ,
থাকবে আল্লা হরি যীশু।
বেলা যে যায় বুঝে নে মন;
মিথ্যে রং এ ভুলিস নে আর!
দে সঁপে দে তাঁর চরণে,
মিথ্যে মোহ ভুলের বাহার।