ভবঘুরে পাগলী 

শহরের ভবঘুরে পাগলী চেনে সব রাস্তার অলি গলি,
কোথাও সে থামে না                কোত্থাও বসে না।
ঘুরে ঘুরে দেখে সব              দেখে সব বাড়িতে,
কেউ কিছু বোঝে না ;               কি হয় কি হতে?
কার বাড়ি কোন ছেলে,             যায় না ইসকুলে।
কার বাড়ি                খাবার পায় না কোন ছেলে?
লাগবে বদ্যি                  কার বাড়ি
কোন বাড়ি                    বুড়োবুড়ি-র সাথে আড়ি
সব দেখে সব বোঝে         পাগলী
চেনে সব                        সব চেনে অলিগলি।
যার যত কষ্ট                    পরের দিন থাকে না;
সে যে কে                        কেউ তারে চেনে না!