দেখছি আমি সমুখ পানে,
অনেক বড় পথ।
না জানি, না বুঝি কিছু;
না দেখা বিপথ।
দিতেই হবে পথে পাড়ি-
মনে ভীষণ ভয়।
হোঁচট খেয়ে পড়ব কোথায়-
কি জানি কি হয়?
পড়ার ভয়ে পাড়ি না দেব;
থাকব নাকো বসে।
পথের বিপদ আসলে ঘরে,
কে দাঁড়াবে এসে!
বাবা আমার হারিয়ে গেছে;
না ফেরার সে দেশে!
পথ হারালে হাত বাড়াবে,
আসবে না সে বেশে।
খারাপ ভালো যা খুশী হোক;
পথেই যাব আমি-
ভয় করে কি থমকে যাব?
আছেন অন্তর্যামী।
সূক্ষ্ম রুপে আছে ফুটে;
বাবা অন্তর্যামী।
যেখানে থাকুক ভালো থাকুক,
বাবার কাছেই আমি।