আর-রব
হারিয়ে যাওয়ার আগেই আমার,
সকল হাসাদ দূর কর আর-রব।
মুছে যাক সব আমার আমি,
আমাতে আমির কলরব।
দেহ তো লুপ্ত হবেই ধরার বুকে;
তার আগে সব থাকবে কেন বা পিছে।
সব ছেড়ে সেই যেতেই যদি হয়;
অহং ধরে থাকব কেন বা মিছে।
যা কিছু নিয়েছি ধরার কাছে,
ফেরৎ দিতে আমি যে তা অপারগ।
আমার কর্ম দিয়েছি উজাড় করে,
পারিনি যা কিছু ক্ষম মোরে আর-রব।