বাতিটা নিভু নিভু।
জানান দিলে তুমি;
সকল কর্ম এবার যাবে থামি।
সূর্য ঢলে পড়ে।
ঘুম আকাশের কোলে;
জাগবে আবার সকাল হলে।
হয়তো আমিও তাই।
ঘুমাব কিছুকাল;
জাগবো আবার যখন নতুন সকাল।
হাসছি দেখো আমি।
যাব আমার বাড়ি;
এখন সবার সাথেই আড়ি।
বাতিটা নিভু নিভু।
জানান দিলে তুমি;
চলেই যাব আমি।