অধরেন্দূ দেখা হবে সখী-
আবছায়া, তুমি,
কিরিয়া করি এই গেহে--
ললাটে সিঁদুর, লালপেড়ে শাড়ি।
এ জীবনে যদি বা নাহি হয়-
পরপারে হবে দেখা দোঁহে।
ঘর সংসার হল না দুজনে-
ভালোবেসে সখী বারি, এ নয়নে,
ভালোবাসি তারে--
বাঁধিয়াছি যারে ঘরে।
তবু কোথা যেন রয়ে গেছে খালি;
সুখে আছি নিয়ে তারে।
সব আছে তবু যেন , কি যেন যে নাই।
ভাবি মনে অব-সরে ; ভেবে কিছু নাহি পাই।
তোমার খবর না জানি, কোথা আছ তুমি?
শুধু এই জানি --- মনে আছি আমি।
অলসতা বাক রুদ্ধ করে যেই দিন,
সেই দিন আসি ফিরে ফিরে---
জাগি দুজনাই --- অন্তরে।