মুঠো ফোন সব হাত বন্দী;
বাস্তব মৃত্যু কি ঘনিয়ে?
সারাদিন সারারাত কি বোর্ড,
কল্পনা আছে সব ছড়িয়ে।
কত ছবি কত মুখ মুখোশে;
নকল নকলে ভরা বাতাসে!
যতটুকু সুখ মনে আজকাল?
থাকবে কি হৃদয়ে, চিরকাল!
চিনিয়েছে মুঠো ফোন, কাউকে।
হারিয়েছে কিছু কিছু; কেউ কেউ!
চাওয়া পাওয়া ছেড়ে যাওয়া জীবনের;
ভাগ্যের পরিহাসে ওঠে ঢেউ!
ঢেউ কভু মনে আশা ভালো বাসা;
কিম্বা সে ক্ষয়ে যাক অন্তরে!
কল্পনা বাস্তব থাক সব,
হাত আজ বন্দী কি যন্তরে?
প্রাণ থাক প্রাণপন প্রাণ মিশে;
প্রেম কভু হয় নাকো যণ্ত্রে।
প্রয়োজন যতটুকু থাক না--!
জীবে জীব প্রেম হোক অন্তর মন্ত্রে।