বেশ তো ছিলে আমার হয়ে;
আমায় ভালোবেসে।
হঠাৎ করেই লোনা জলে;
ভাসলে কেন হেসে!
ভাবলে শুধু মনে মনে;
কাটবে সাঁতার লোনা জলে।
মিঠে জলে ভাল্লাগে না,
তাই কি তুমি গেলে চলে!
মেকি প্রেমে ভিজল শরীর,
ভে-জাল প্রেমের যাঁতা কলে,
ভাসিয়ে দিলে আমায় তুমি,
ভাসলে তুমি নোনা জলে!
আবাদ না হয়; সেটাই তুমি বুঝলে না হায়!
গভীর সাগর কেবল ফোলে;
চাঁদের টানে গর্জে ওঠে-
তোমায় দোলায় নিজেও দোলে।
দেখলে শুধু টাকার পাহাড়,
তাকিয়ে ভালো দেখলে না আর,
চাঁদের হাসি রাশি রাশি,
চাঁদটা ছিল শুধুই তোমার।
সে চাঁদ আজ হারিয়ে গেল!
অনেক দূরে--- দূর আকাশে--
হারিয়ে গেল--- অভিমানে
হারিয়ে-- গেল ----পথের শেষে।
দেখব চেয়ে অন্তহীন ঐ হারিয়ে যাওয়া,
পলকহীন এ চোখের তারায়।
ইচ্ছে হলে ও পারব না আর-
তোমায় ছুঁতে; নিজে যে হারায়!