অ:ক: আঁচল

কাক ভোরে তেই উঠি               প্রাত কৃত্য সারি;
মুখটা মোছার জন্যে                 খুঁজি মার শাড়ি।
গামছা গুলি                  চোখের সামনেই দোলে,
শান্তি হয় না কিছুতে                  যা পাই আঁচলে।


অ:ক: আঁচল......
৪ ছত্র/১৪ বর্ণ