সব কিছু সূতো ছেঁড়া;
এলোমেলো ছড়া নো।
পারবে কি বেঁধে নিতে?
ভালোবাসা জড়ানো।
দেখতে তো দাঁড়কাক;
সাজাবে কি? ময়ূরের পালকে!
ঘষে মেজে সব গুন;
আনবে কি আলোকে?
রুপ, টাকা কিছু নেই
বিদ্যে টা সম্বল।
আছে ক টা মেডেলের;
জ্বলজ্বল! জ্বল জ্বল!
পড়া লেখা সব আছে;
আচারে ও আচ্ছা।
শুধু নেই চাকরির--
একখানা বাচ্চা।
সবকিছু ঠিকঠাক;
হবে কি সাচ্চা!
মঙ্গল সূত্রে। পারবে কি
ছন্দে গাঁথতে? আচ্ছা।
এলোমেলো জীবনের
একঘেয়ে চটি পায়।
অফিসের আনাগোনা,
চাকরির দেখা নাই।
অন্তর যদি ধরে তোমাকে!
যতনে কি অন্তরে রাখবে?
অন্তরা যাই যদি হারিয়ে;
সঞ্চারী দিয়ে মন ভরাবে?
সুখে দুঃখে বুক খান;
থাকবে কি টানটান?
জুড়াবে কি মন প্রাণ!
অচিন অন্তরে কে বলি কি আনচান?