আকাশের তারা খানি-
হয়ে আছি লীন-
দিন আলোতে।
প্রকাশ হয় না ভালো বাসাতে!
তুমি আজ দিন মনি;
তারা আমি জ্বলি আমি আশাতে।
রাত গাঢ় হলে পরে;
মিট মিট হাসি আমি আকাশে।
তখন তোমার ঘরে---
কার ও বা বুকের পরে;
থাক তুমি আবেশে, ভালো বেসে; বাসাতে।
তোমার দিনের দিনে-
কেউ না আমায় চেনে;
দুখ রাত আসে মনে,
ভালো বেসে আকাশে-- আমি হাসি আনমনে;
কেউ যদি চেয়ে দেখে সাধ মনে আশাতে!
আকাশ তো দুজনার
দিন মনি বা তারার
মিল কভু না হবে জানি দুজনার
ভালো বাসাতে।
থাকি তবু; তবু থাকি আশাতে!
ভাব তুমি নিজে বড়,
কথা তাই লোকে বলে।
তোমা থেকে বহু দূরে আর ও বড় জ্বলি আমি-
প্রকাশ হয় না দিনে--;
ভালো বেসে তোমাকে ভালো বাসাতে!