আমার মা
জন্মের মুহূর্তে , সুতীব্র চিৎকারে-
জানান দিয়েছিলাম আমি।
আমার প্রথম কান্নার আওয়াজ;
তুমি হেসেছিলে মা!
তুমি কি উপলব্ধি করতে পেরেছিলে;
আমি অনেক কিছু শিখতে চাই?
তাই কি বর্ণ পরিচয় করিয়ে দিলে অনায়াসে?
আমার প্রথম গুরু।
একটু বড় হতেই , আমার হাত ধরে-
স্কুলে পৌঁছে দিলে, আমার কান্না ভেজা চোখে।
এক বুক ভয় আর অনাবিল হাসি নিয়ে-
পরিচয় ঘটালে বৃহত্তম জগতের সাথে।
তোমার ই মতো আন্টিরা শেখাল কত কিছু।
দেখতে দেখতে আবার অন্য স্কুল!
কলেজ , বিশ্ববিদ্যালয় ও টপকে গেলাম অতি
সহজেই;
প্রতিষ্ঠা পেলাম ও বেশ ভালোই।
আজ এতদিন পরে মনে পড়ছে --
সব ছোট, বড় ,তা বড় শিক্ষক শিক্ষিকাদের।
সবার হাত ; আমার মাথার উপরে আজ ও আছে;
তাই প্রণতি জানাই তাদের সকলকে।
তোমার জন্যে, শুধু তোমার জন্যে-ই;
আমি বড় হয়ে গেলাম আমার মা।