চাঁদ, তুমি কেমন আছো?
গ্রহন--! লাগছে নাকি?
তাতে আর কি এসে যায়;
সেখানে ও তোমার ফাঁকি।
সেটা আর কত্ত সময়?
আবার তো দেবে উঁকি।
সবাইকে সব কিছু দাও,
কিন্তু সবই ফাঁকি।
গায়ে কালি আছে বটে,
তাতে আর কি এসে যায়?
রুপের ছটায় সবাই গলে-
যে চায়, সে-ই তো পায়।
চাঁদ?
গ্রহণ হচ্ছে জানি;
সূরজ সব খাচ্ছে ছিঁড়ে।
তাতে আর কি এসে যায়?
অনন্ত বলছে সবে সমস্বরে, সমস্বরে।
এলো গায় তোমায় মানায়;
রুপ তো উথলে ওঠে-
কালি তো অল্প খানি;
হাজার পরশ তোমার ঠোঁটে।
তাতে আর কি এসে যায়?
এলো
গা
সত্যি মানায়!
আমার চাঁদটা-------