যত দুঃখ সব হয় ক্ষয়;
সুদামা, কৃষ্ণ দেখা!
একমুঠো চাল বিনিময় শুধু,
কৃষ্ণ সুদামা সখা।
হিমালয় কোল, চার ধাম দ্বার;
খোলা হল আজ ,পর ছয় মাস।
এখনো জ্বলছে অক্ষয় দ্বীপ-
জ্বলবে ও বারোমাস!
আজকের দিনে বস্ত্র হরণ;
দ্রৌপদী,রাজা দুঃশাসন।
অনন্ত বস্ত্র দিলেন কৃষ্ণ;
ভগবান, রক্ষা করেন মান!
ত্রেতা যুগ শেষ; দ্বাপর জন্ম,
আজকের শুভ দিনে।
আহ্বান করেন মা গঙ্গারে;
সাড়া দেন তিনি, ভগীরথ আহ্বানে।
আজকের দিনে জন্ম পরশুরাম;
বিষ্ণু ষষ্ঠ অবতার; তোমায় লক্ষ প্রণাম।
জগন্নাথের রথ শুরু হয় আজ শুভ দিনে;
মা লক্ষ্মীরে আজ; কুবের ও নিলেন চিনে।
মহাভারত সূচনা আজকে
ভুলবে না কেউ কভু;
বেদব্যাস আর
মোর গণপতি প্রভু!
প্রভু আজকের শুভ দিনে --
অক্ষয় তৃতীয়া হয়ে থাক অক্ষয়।
যত জীব আছে ধরা মাঝে;
তোমার করুণা ধারায়, সব যেন শুভ হয়।