আ্য‌ই মেয়েটা?

আ্য‌ই মেয়েটা?
নদীর ধারে বেড়াতে যাবি?
হাতের পরে হাত রাখবি!
শক্ত করে হাত ধরবি?


আ্য‌ই মেয়েটা?

মনের সাথে কথা বলবি?
চোখে আমার চোখ রাখবি?
দুঃখ যখন পাব আমি--
কাঁদবি?

আ্য‌ই মেয়েটা?

যখন আমি যাব পড়ে,
হাতটা ধরে উঠিয়ে দিবি?
কেটে গেলে ব্যথা পেলে
লাল ওষুধ টা লাগিয়ে দিবি?
মন খারাপের রাতে--
থাকবি আমার সাথে?
হাসবো যখন-
খিলখিলিয়ে হেসে উঠবি?
সারাজীবন রাখবি ধরে?
আদর করে?
শক্ত করে--আমায় ধরে!

পারবি না তুই?
ঠিক পারবি।
তবে তো তুই আমার হবি।