আমি নেই তবু, জেনে খুশি আমি;
      পড়ালেখা ঠিক চলছে।
আমি নেই সেথা, তবু মন হেথা;
      বিজ্ঞান কথা বলছে।

শব্দ, তড়িৎ, আলোক এখানে;
      .   নাচছে ছন্দ অসীমে!
  হৃদয়ের ছবি, আঁকা আছে বোর্ডে;
রক্তের স্রোত ও বইছে নিজের নিয়মে।

অজানার কথা ঝরছে পীযুষ;
      রসে ভরা তার সুধা।
আরও আছে বাকি; জগৎ অসীম-
      বেড়েছে জানার ক্ষুধা।

আমি নেই তবু, কান পেতে রোজ শুনি!
   শত তরঙ্গ ভেসে আসে কানে কানে;
       কচিকাঁচা মুখ, মনে আনে সুখ;
         শয়ন,স্বপন , জাগ-রণে।

মায়ের আঁচল নিচে, শিখেছিনু একদিন;
    বহু গুরু আসি পূর্ণ করেছে ঝুলি।
       বহুদিন ধরে দিয়েছি বিলায়ে-
    এখনও পূর্ণ; যত দিই আমি তুলি!

দু-যুগের বেশি, নিত্য আমার;
   এইখানে আসা যাওয়া।
কেউ বা শিখেছে, কেউ বা শেখেনি;
কালের নিয়মে সাঙ্গ যে হাল বাওয়া!

            আমি নেই হেথা,
        বাকি এক আছে সব।
নিয়মের বেড়াজালে ফিরে চলি গৃহে;
        হাতে শিক্ষার কলরব।

এনেছিনু যত, ফিরে নিয়ে যায়-
  আরও বেশি কিছু নিয়ে হাতে।
     বেড়েছে শিক্ষা, ছাত্র বন্ধু;
       তোমাদের সাথে সাথে।

সাথী, একসাথে চলা পথে;
হোঁচট খেয়েছি নিশ্চিত অবিরত।
আজ দিন' শেষে, ভাবো একবার-
মননে; যেন নাহি থাকে কোনো ক্ষত।

বন্ধুপ্রতীম বোন ভাই আছে যত;
বিদায় বেলায় জানাই প্রণাম শত।
বড় বলে আজ দিয়ো না ফিরায়ে,
প্রাণে প্রাণে দিও প্রদীপ জ্বালায়ে;
প্রদীপ যে জ্বালে তাদের চরণে-
সদা যেন রয়; মোর মাথা খানি নত।

               * দু-জন গুনী শিক্ষক
      ড: অসীম হাজরা(পদার্থ বিজ্ঞান)
                         এবং
      শ্রী পীযুষ হাজরা (জীববিদ্যা)
৩১ ডিসেম্বর২০২১ সরকারি নিয়মে অবসর গ্রহণ করেন। কয়েকদিন পর আনুষ্ঠানিক তাদের স্বীকৃতি দেওয়া হয়। ঐদিন তাদের শ্রদ্ধার্ঘ্য জানানোর উদ্দেশ্যে কবিতা খানি রচিত। এ কথা তাদের কথা----