যেদিন জেগে উঠবে দেখে;
আছি আমি, তবু নেই আমি!
সেদিন দেখো হৃদয় মাঝে;
শূণ্য কেবল, আমার তুমি।
ভিজবে চিকন অশ্রুজলে;
বুক খানি বেশ পাথর চাপা!
ভাঙবে ক্ষ নিক, গড় বে আবার-
চলতে হবে পথ একা।
পথের শেষে মিলবে আবার;
দেখবে আমি প্রতীক্ষায়।
চিনবে আবার নতুন করে;
আমার বুকে আবার ঠাঁই।
জগৎ অসীম। থামবে না সে--
থাকবে; শুধু কর্মফল!
তাই তো আমি বলি তোমায়;
কর্মে; থেকো অবিচল।