দিকে দিকে কত নেয়ামত
সবই তোমার দান
তোমার দয়ায় বেঁচে থাকি
মহিমা তোমার অফুরান।
তুমি রিযিক দিলেই খেতে পারি
তৃপ্ত হয় আমার হৃদয়
করুনা তোমার অফুরান
ওগো দয়াময়।
তুমি মালিক তুমি খালিক
গাফুরুর রহিম তুমি
ক্ষমা করো ঈমান দাও আমায়
ইয়া আল্লাহ্ তুমি অন্তর্যামী।