অভিমান করে অভিমানি
রয়ে গেলে দূরে
বুঝবে কিরুপে ভালোবাসি
নিজেরে আড়াল করে।

বুকেতে এসে মোর
গড়লে বসতি
বুঝবে ভালোবাসা কি
জ্বলবে হৃদয়বাতি।

লুকোচুরি খেলা ছেড়ে
বুকেতে ঠাঁই দিলে
উপলব্ধিতে পাবে ভালোবাসা
আপন করে নিলে।

ওগো অভিমানি বোঝনি তুমি
ভালোবাসি আমি
খুঁজে দেখ হৃদয় মাঝে
আমাকেই পাবে তুমি।
০৯.১০.২০১৫