তুমি ছিলে স্বপ্ন হয়ে আমার হৃদয় জুড়ে
তুমি ছিলে মনে মনে মোর ভালোবাসায়
তোমাকে খুঁজে পেতাম হৃদয় আঙ্গিনায়
আমার সকল চাওয়া আশা আকাঙ্ক্ষায়।
তোমাকে দেখলেই আলো জ্বলে উঠত হৃদয়ে
খুঁজে পেতাম নতুন করে বেঁচে থাকার প্রেরণা
তোমার মাঝেই ওগো আমার চাওয়া পাওয়া
তুমি আমার ভালোবাসা আমার স্বপ্নের আল্পনা।
তোমার কথা ভেবেই কেটে যেত মোর দিন রাত
তোমার মাঝেই ছিল মোর ভালোবাসার প্রপাত
মনে মনে ক্ষণে ক্ষণে তোমারেই খুঁজেছি আমি
তোমার তরে বঁধুয়া পথ চেয়েছি জানে অর্ন্তযামী।
যুগ যুগ ধরে রয়েছিলাম তোমার প্রতীক্ষায়
সেই তুমি অবশেষে ধরা দিলে এই আমায়
আমি খুঁজে পেলাম জীবনে বঁধুয়া তোমায়
ধন্য হলো জীবন আমার তোমার ভালোবাসায়।
১০/১০/২০২০