আমার বুকের ভেতর কান্না আছে
যা আমি দেখতে পাই
না না তুমি দেখবে কিভাবে
তোমার যে সে রকম ব্যথা নাই।

তুমি যে রকম দেখ সম্মুখে
সে রকম আমি তো নই
পুড়ে পুড়ে যায় ভিতরে মোর
থেকে থেকে শুধু ভস্ম হই।

আমাকে তুমি মাপ যে রকম ছকে
সে রকম অবয়ব মোর নাই
ভিতরে বাইরে শত গড়মিল
আষ্টেপৃষ্ঠে বাধা পরেছি পুরোটাই।

আমাকে তুমি পাচ্ছ যেভাবে রোজ
সে রকম মানুষ তো আমি নই
আমাকে খুঁজে পাবেনা তো তুমি
আমি বুকেতে জলধি নিয়ে বেঁচে রই।
২৭|১২|২০২১