বেদনা ছুঁয়ে যায় বারেবার
কেঁদে কেঁদে মন ছাড়খার
তবু ফের অধিকার বাঁচবার
শত আশা শত কারবার।
কিছু আশা-প্রত্যাশা বিষণ্ণ
কূলহারা বেদনায় আচ্ছন্ন
হৃদয় বিরহের অভয়ারণ্য
খোঁজে শুধু সুখ হয়ে হন্য।
কিছু সুখ কান্না ছুঁতে চায়
হাসফাস করে অবুঝ হৃদয়
তবু ও হাসতে ইচ্ছে হয়
বেদনা রয়েছে যে জীবনময়।
কিছু আঁধার জীবনজুড়ে
তাড়িয়ে নেয় বিরহ দ্বারে
তবু আলো খোঁজা বারেবারে
আলোকিত হতে হৃদয়পুরে।
বিষাদ এড়ানো যায় না কিছুতে
চুপচাপ জমে থাকে বুকেতে
তবু ও আশা জীবন বাঁচাতে
শত স্বপ্ন ভাঙ্গা-গড়া দিনে-রাতে।
জানুয়ারি,২০১২