কি নিদারুণ কষ্ট
পিছু ছাড়ে না কিছুতে
যত চাই ভুলতে
জড়িয়ে পরে গলে তে।

করি তওবা দিবা যামী
তবু ফের সেই ভুল
পায়ে পায়ে কাছে আসে
হৃদয় আমার ব্যাকুল।

সুখ-দুঃখের এই জীবনে
চাওয়া পাওয়ার গড়মিলে
ভুল-ভ্রান্তি সারাবেলা
লাগে না হাওয়া সুখের পালে।

তবু কষ্ট বুকে রেখে
ভুলের সমাহার নিয়ে
বেঁচে থাকা কান্না লুকিয়ে
বারবার তওবার মধ্য দিয়ে।
৩০.০৩.২০১৬