আর্জেন্টিনা-ব্রাজিল-ইতালি
আরো কত নাম
মেসি-রোনালদিনহো-টট্টি
বল নিয়ে ছোটে ধুমধাম।

স্বাগতিক এবার জার্মানী
সে ও কম নয়
পর্তুগাল,ইংল‌্যান্ড বলছে
আমরা করবো জয়।

আরো আছে ফ্রান্স-স্পেন
সৌদি আরব-ইরান
নতুনদেরও ছড়াছড়ি
সঙ্গে রয়েছে কোরিয়া-জাপান।

কে জিতবে এবার বিশ্বকাপ
আলোচনা চলে সারাবেলা
কেউ-ই তো কম নয় শক্তিতে-
পাবে তারা খেলবে যারা সেরা খেলা।
০৫.০৬.২০০৬