জানি না জানি না বারে বারে কেন
কান্না রা করে আয়োজন
জড়িয়ে ধরে পায়ে পায়ে
বুঝি না আমি তার কারণ।
জানি না জানি না বারে বারে ঘুরে ফিরে
কেন আসে দুঃখ দুয়ারে
কি কারণ কি বিষাদে
বিধ্বস্ত করে কাল এই আমারে।
জানি না জানি না এই অসময়
বৃত্তাকারে বন্ধি রাখবে কতকাল
সু বাতাসের দোলায় ভাঙ্গবে কবে
কবে ভাঙ্গবে বলো এই দাহ কাল।
জানি না জানি না আমি পারি না বুঝতে
এই বিরহ স্রোতে ভাসবো কতদিন
কতদিন আর হৃদয় কাঁদবে বেদনায়
ছুটে চলব পথ হয়ে আশাহীন।
২১.০৫.২০১৬