জীবনের প্রতিক্ষণে শুধু লুকোচুরি খেলা
বুঝেও মানুষ তবু সে খেলায় ডুব খায়,
নিরুপায় জনতার কি ই বা করার আছে
যখন যে যেটা চায় তা কি কভু কাছে পায়।

নিয়তির ইশারায় আঁখিজল ফেলা ছাড়া
অবুঝ মানুষদের কি ই বা করার থাকে,
অসময়ে কিছু পেলে তা কি আর কাজে লাগে
তবু চলছে এভাবে বহু যুগ আগে থেকে।

এলোমেলো জীবনের সুখ দুঃখ মাখা কথা
পদ্যের বাঁধানো ছকে মেপে মেপে বলা দায়
বিরহের বেদনার অসময়ে পাওয়ার
কথাগুলো বলছি যে খাপছাড়া কবিতায়।