উড়তাম যদি পাখিদের সনে
খুশি হতাম মনে মনে
সারাক্ষণ দু'ডানা মেলে
চলে যেতাম এখানে ওখানে।

বাঁধা দিতে পারতো না কেউ
মা বাবা মিলে মিশে সারাক্ষণ
বুদ্ধি করতো হাজার রকম
তবুও আমি উড়তাম প্রতিক্ষণ।

পাখিদের সাথে উড়ে উড়ে দূরে
হারিয়ে যেতাম যদি তেপান্তরে
মেঘের দেশে ভেসে ভেসে শেষে
চলে যেতাম কোনো এক অচিনপুরে।

কেউ পেত না আমায় খুঁজে আর
আমি তখন অচেনা সমুদ্দুরের পার
খুঁজবে সবাই খোকন সোনা কই
আমি শুধু উড়ব নতুন পারাবার।
০৪|০৫|২০২৪