ভুলের দুনিয়ায় ভুলই সবকিছু
তবুও জ্ঞানীর ভাব, কত লেকচার
জানা জানির ধরায় অবোধ সবাই।
কত জ্ঞানী তবু বুদ্ধিজীবীর সাজে
অবিরত তার পসরা সাজিয়ে যায়
উঁচু-নিচু বিভেদ রচে নিতি মূর্খ জ্ঞানী।
ভন্ড জ্ঞানী ভাবে বসে বসে উঁচু তলায়
সহজ সরল লোক গুলো একবারে গাধা সম
মানুষের মাঝে অবোধের কোনো ঠাঁই নাই।
নেই গবেষণা, নেই লেখাপড়া কোনো
বোকা মানুষ গুলো জঞ্জালই যেন
ভন্ড জ্ঞানী অন্যকে ছোট ভাবে সদা
বলে হেসে বোকা গুলো নিপাত যায় না কেন
জ্ঞানীদের মাঝে তো ওদের কোনো দাম নাই।
ভবে কেউ জ্ঞানী কেউ অবোধ এই বিভেদ
চলছে যুগ-যুগান্তর ধরে দেশে দেশে
অথচ মহাজ্ঞানীর নিকটে ভেদাভেদ নাই।
রাজা-প্রজা,জ্ঞানী-অজ্ঞানী শ্রেণীবিভাগ নাই
এসো শ্রেণীবিভাগ ভুলে মহাজ্ঞানীর আশ্রয় চাই।